ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসনে জয়ী হয়েছেন নৌকার প্রার্থী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। সর্বোচ্চ ৯৪ হাজার ৬৭৯ ভোট পেয়ে তিনি জয়লাভ করেছেন।
রোববার (০৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয় ও রিটার্নিং অফিসার কার্যালয়ে বেসরকারি এই ফলাফল ঘোষণা করেন বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম।
ঘোষিত বেসরকারি ফলাফল অনুসারে, ঢাকা-১২ আসনে আওয়ামী লীগের (নৌকা) প্রার্থী আসাদুজ্জামান খাঁন কামাল পেয়েছেন ৯৪ হাজার ৬১৯ ভোট। ন্যাশনাল পিপলস্ পার্টি-এনপিপির (আম) প্রার্থী শাহীন খান পেয়েছেন ৫৬১ ভোট। তৃণমূল বিএনপির (সোনালী আঁশ) প্রার্থী নাঈম হাসান পেয়েছেন ৫৯৯ ভোট। জাতীয় পার্টির (লাঙ্গল) প্রার্থী খোরশেদ আলম খুশু পেয়েছেন দুই হাজার ২১৯ ভোট। ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ-এর (টেলিভিশন) প্রার্থী আতিকুর রহমান নাজিম পেয়েছেন ২৩৭ ভোট। বাংলাদেশ ইসলামী ফ্রন্টের (মোমবাতি) প্রার্থী মুহাম্মদ আব্দুল হাকিম পেয়েছেন ৩৫২ ভোট।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৪, ২৫, ২৬, ২৭, ৩৫ ও ৩৬ নম্বর ওয়ার্ড নিয়ে ঢাকা-১২ (সংসদীয় আসন-১৮৫) গঠিত।
এরআগে, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারা দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ২২৫৯ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৪
এসসি/এমকে/টিএ/এসআইএ