ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ঢাকা-১৪ আসনে জয়ী নৌকার নিখিল

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৫ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
ঢাকা-১৪ আসনে জয়ী নৌকার নিখিল

ঢাকা: ঢাকা-১১ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন মাঈনুল হোসেন খান নিখিল। রোববার (৭ জানুয়ারি) রাতে বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

নিখিল ৫৩ হাজার ৫৪০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী লুৎফর রহমান কেটলী প্রতীক নিয়ে ১৭ হাজার ৯১৪ ভোট পেয়েছেন।

এ ছাড়া, জাতীয় পার্টির আলমাস উদ্দিন ৯৮৬, ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবিনা আকতার তুহিন ৯ হাজার ৩৯২ ভোট পেয়েছেন।

রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।

বাংলাদেশ সময়: ২৩৩০ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৩
এমকে/এসসি/টিএ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।