নড়াইল: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসনে এক লাখ ৩০ হাজার ৪৪৭ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী বি এম কবিরুল হক মুক্তি। এ নিয়ে টানা চতুর্থবার সংসদ নির্বাচনে জয়ী হলেন তিনি।
রোববার (৭ জানুয়ারি) রাত ১০টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে। এ আসনে মোট ভোট পড়েছে ৫১ দশমিক ৭২ শতাংশ।
১১০টি কেন্দ্রে কবিরুল হক পেয়েছেন এক লাখ ৩৪ হাজার ২০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি মনোনীত মো. মিল্টন মোল্লা লাঙ্গল প্রতীকে পেয়েছেন তিন হাজার ৭৫৮ ভোট।
এ আসন থেকে কবিরুল হকের স্ত্রী চন্দনা হক স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন। যদিও প্রতীক বরাদ্দের একদিন পর স্বামীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান। তবুও তিনি ঈগল প্রতীকে ৮৮১টি ভোট পেয়েছেন।
এ আসনে নৌকা প্রতীকের বি এম কবিরুল হকের প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মো. নজরুল ইসলাম, জাতীয় পার্টির মো. মিল্টন মোল্লা, জাতীয় পার্টির (জেপি) শামীম আরা পারভীন, তৃণমূল বিএনপির শ্যামল চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী কবিরুল হকের স্ত্রী চন্দনা হক ও শাহদাত হোসেন।
বাংলাদেশ সময়: ০২৪৯ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২৪
আরবি