গাইবান্ধা: জেলার পাঁচটি সংসদীয় আসনের মধ্যে তিনটিতে নৌকা ও দুইটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
রোববার (৭ জানুয়ারি) রাতে গাইবান্ধা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাহিদ রসুল এ ফলাফল ঘোষণা করেন।
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ নাহিদ নিগার (ঢেঁকি) প্রতীকে ৬৬ হাজার ৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের কাছ থেকে ছাড় পাওয়া জাতীয় পার্টির প্রার্থী সাবেক সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী (লাঙ্গল) পান ৪৩ হাজার ৪৯১ ভোট।
গাইবান্ধা-২ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ সারোয়ার কবীর (ট্রাক) প্রতীকে ৬৪ হাজার ১৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের কাছ থেকে ছাড় পাওয়া জাতীয় পার্টির আব্দুর রশিদ সরকার (লাঙ্গল) পেয়েছেন ৬১ হাজার ৩৭ ভোট।
গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান এমপি উম্মে কুলসুম স্মৃতি (নৌকা) ৫৭ হাজার ১১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মফিজুল হক সরকার (ঈগল) পেয়েছেন ২৬ হাজার ৩৮২ ভোট।
গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে আওয়ামী লীগের আবুল কালাম আজাদ (নৌকা) এক লাখ ৩৯ হাজার ৭৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সংসদ মনোয়ার হোসেন চৌধুরী (ট্রাক) পেয়েছেন ১৬ হাজার ৫৮৬ ভোট।
গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে আওয়ামী লীগের প্রার্থী ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন (নৌকা) এক লাখ সাত হাজার ৩৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ফারজানা রাব্বী বুবলী (ট্রাক) পেয়েছেন ৬৩ হাজার ৫২৬ ভোট।
এরআগে, ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গাইবান্ধার পাঁচটি সংসদীয় আসনের ৬৪৬টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়। সকাল থেকে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া জেলার সব কয়টি আসনে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
বাংলাদেশ সময়: ০২৫৬ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২৪
এসআইএ