ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

বরগুনার ২টি আসনে টুকু-নাদিরা জয়ী

ডিস্ট্রিক্ট ও উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫১ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৪
বরগুনার ২টি আসনে টুকু-নাদিরা জয়ী

বরগুনা: বরগুনা-১ আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার টুকু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। তিনি মোট ৬১ হাজার ৭৪২ ভোট পেয়েছেন।

বরগুনা-২ আসনে একলাখ ৪৮ হাজার ৩২ ভোট পেয়ে নৌকা প্রতীকের সুলতানা নাদিরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে।

রোববার (০৭ জানুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।

বরগুনা-১ আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার টুকু পেয়েছেন ৬১ হাজার ৭৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গোলাম ছরোয়ার ফোরকান কাচি প্রতীকে পেয়েছেন ৫৭ হাজার ৮৭৪ ভোট। নৌকা প্রতীকে অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু পেয়েছে ৫৪ হাজার ১৬৮ ভোট।

আসনটিতে মোট ভোটার সংখ্যা চারলাখ ৮৩ হাজার ৯১১ জন। এরমধ্যে, একলাখ ৯৪ হাজার ৮২৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ১৮৭টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়।

বরগুনা-২ আসনে নৌকা প্রতীক নিয়ে সুলতানা নাদিরা পেয়েছেন একলাখ ৪৮ হাজার ৩২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনএম প্রার্থী আবদুর রহমান খোকন পেয়েছেন এক হাজার ৯১৯ ভোট। মোট ১১৪টি ভোট কেন্দ্রে একলাখ ৫৫ হাজার ৩৪৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

বাংলাদেশ সময়: ০৪৫০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২৪
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।