ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

মৌলভীবাজারের ৪ আসনেই নৌকার বিজয়  

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৮ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৪
মৌলভীবাজারের ৪ আসনেই নৌকার বিজয়   মৌলভীবাজার ৪ আসনে নৌকার বিজয়ী প্রার্থীরা। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: বৃহত্তর সিলেটের চা শিল্পাঞ্চল এবং ৯২টি চা বাগান ঘেরা মৌলভীবাজারের ৪টি আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীরাই জয়যুক্ত হয়েছেন।

মৌলভীবাজার-১ (জুড়ী ও বড়লেখা উপজেলা) আসনে মো. শাহাব উদ্দিন (আওয়ামী লীগ) নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ৩৬ হাজার ৩০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে ৫ম বারের মতো বিজয়ী হয়েছেন।

নিকটতম প্রতিদ্বন্দ্বী আহমেদ রিয়াজ উদ্দিন (জাতীয় পার্টি) লাঙ্গল প্রতীক নিয়ে ৩ হাজার ৯৮ ভোট পেয়েছেন।

মৌলভীবাজার-২ (কুলাউড়া উপজেলা) আসনে শফিউল আলম চৌধুরী নাদেল (আওয়ামী লীগ) নৌকা প্রতীক নিয়ে ৭২ হাজার ৭১৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী এ.কে.এম সফি আহমদ সলমান (স্বতন্ত্র আওয়ামী লীগ) ট্রাক প্রতীক নিয়ে ১৫ হাজার ৫৫২ ভোট পেয়েছেন।

মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলা) আসনে মো. জিল্লুর রহমান (আওয়ামী লীগ) নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ৬৭ হাজার ৮৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আলতাফুর রহমান (জাতীয় পার্টি) লাঙ্গল প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ২ হাজার ৬৯৮টি।

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা) আসনে উপাধ্যক্ষ আব্দুস শহীদ (আওয়ামী লীগ) নৌকা প্রতীক নিয়ে ২ লাখ ১২ হাজার ৪৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে টানা ৭বার বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মুহিদ হাসানী (বাংলাদেশ ইসলামি ফ্রন্ট) মোমবাতি প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৩৯০ ভোট।

বাংলাদেশ সময়: ০৭১৪ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২৪
বিবিবি/এসএএইচ                                  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।