ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

রাঙামাটি-২৯৯ আসনে নৌকার দীপংকর তালুকদারকে বিজয়ী ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৪
রাঙামাটি-২৯৯ আসনে নৌকার দীপংকর তালুকদারকে বিজয়ী ঘোষণা

রাঙামাটি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি-২৯৯ আসনে আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীক নিয়ে দীপংকর তালুকদারকে বিজয়ী ঘোষণা করেছেন জেলা রিটার্নিং অফিসার।

সোমবার (০৮ জানুয়ারি) দুপুরে নিজ কার্যালয়ে এ ঘোষণা করেন তিনি।

পোস্টাল ভোটসহ আওয়ামী লীগ প্রার্থী দীপংকর তালুকদার সর্বমোট দুই লাখ ৭১ হাজার ৫০৪ ভোট পেয়েছেন।  

সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী ছড়ি প্রতীক নিয়ে অমর কুমার দে পেয়েছেন চার হাজার ৯৬৫ ভোট এবং তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীক নিয়ে মিজানুর রহমান পেয়েছেন দুই হাজার ৬৯৩ ভোট। তবে এই দুই প্রার্থী কোনো পোস্টাল ভোট পাননি।

এ সময় সহকারী রিটার্নিং অফিসার সাইফুল ইসলাম, নাসরিন সুলতানা এবং জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মণিরুজ্জামানসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

রাঙামাটির পুরো জেলায় ২১৩ জন প্রিজাইডিং অফিসার, এক হাজার ১২১ জন সহকারী প্রিজাইডিং অফিসার, দুই হাজার ২৪২ জন পোলিং অফিসার নির্বাচন পরিচালনার কাজে নিয়োজিত ছিলেন।

জেলায় এবার মোট ভোটকেন্দ্র ছিল ২১৩টি। এরমধ্যে ১৮টি হেলিসর্টি ভোটকেন্দ্র ছিল।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটির ১০ উপজেলায় মোট ভোটার চার লাখ ৭৪ হাজার ৪৫৪ জন। এরমধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৪৭ হাজার ৪১৬ এবং নারী ভোটার দুই লাখ ২৭ হাজার ৩৮ জন।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২৪
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ