ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

উপজেলা ভোটের বিধি সংশোধনে মঙ্গলবার ইসির বৈঠক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৪
উপজেলা ভোটের বিধি সংশোধনে মঙ্গলবার ইসির বৈঠক

ঢাকা: উপজেলা পরিষদ নির্বাচন পরিচালনা ও নির্বাচন আচরণ বিধিমালা সংশোধন নিয়ে ২৮তম কমিশন সভা ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বৈঠকটি তার সভাকক্ষে অনুষ্ঠিত হবে।

সভার আলোচ্যসূচি
ক) উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৩-এর সংশোধন সংক্রান্ত।
খ) উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬০এর সংশোধন সম্পর্কিত।
গ) বিবিধ।

ইসির সংস্থাপন শাখার উপ-সচিব মো. শাহ আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশে সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানার নেতৃত্বে গঠিত আইন সংশোধন কমিটি ইতোমধ্যে একটি প্রস্তাবনা তৈরি করেছে।

এতে ভোটে প্লাস্টিকের ব্যবহার রোধ, রঙিন পোস্টার ছাপানো, স্বতন্ত্র প্রার্থীদের ভোটার সমর্থনসূচক স্বাক্ষরের বিধান তুলে দেওয়া, মাইকিংয়ের মাত্রা ও সংখ্যা নির্ধারণ, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ও প্রতীক ছাড়া প্রচারের সুযোগ, জামানাত বৃদ্ধি, নির্বাচনী ব্যয় বৃদ্ধিসহ একগুচ্ছ বিধি সংশোধনের প্রস্তাব করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৪
ইইউডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।