ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ময়মনসিংহ সিটি ভোটে প্রচার শুরু শুক্রবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৪
ময়মনসিংহ সিটি ভোটে প্রচার শুরু শুক্রবার

ঢাকা: আসন্ন ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) নির্বাচনের প্রার্থীরা প্রতীক পেয়েই শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) থেকে প্রচার চালাতে পারবেন। প্রচার শেষ হবে ৭ মার্চ রাত ১২টায়।

নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা জানিয়েছেন, ৯ মার্চ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ২৩ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগে প্রচার শেষ করতে হয়। তাই প্রচার চলবে ৭ মার্চ রাত ১২টা পর্যন্ত।

নির্বাচনে মেয়র পদে মোট সাতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক গোলাম ফেরদৌস জিলুর মনোনয়নপত্র বাছাইয়ে বাতিল হয়। এরপর অ্যাডভোকেট ফারমার্জ আল নূর রাজীব বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) প্রার্থিতা প্রত্যাহার করে নেন।

বর্তমানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে রয়েছেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. ইকরামুল হক টিটু, জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি সাদেকুল হক খান (টজু), জাতীয় পার্টির প্রার্থী শহীদুল ইসলাম ও কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সদস্য কৃষিবিদ রেজাউল হক।

এই নির্বাচনে ৩৩টি সাধারণ ওয়ার্ডে ১৪৯ জন ও সংরক্ষিত ১১টি ওয়ার্ডে ৬৯ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন।

এই সিটিতে মোট ভোটার তিন লাখ ৩৬ হাজার ৪৯০ জন। এদের মধ্যে এক লাখ ৬৩ হাজার ৮৭১ জন পুরুষ এবং এক লাখ ৭২ হাজার ৬১০ জন নারী। এছাড়াও তৃতীয় লিঙ্গের রয়েছেন নয়জন ভোটার। ভোটগ্রহণ করা হবে ১২৮টি কেন্দ্রে।

বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৪
ইইউডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।