ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

উপজেলা ভোট: প্রথম ধাপের পূর্ণাঙ্গ তফসিল বৃহস্পতিবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, মার্চ ২০, ২০২৪
উপজেলা ভোট: প্রথম ধাপের পূর্ণাঙ্গ তফসিল বৃহস্পতিবার

ঢাকা: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করা হতে পারে বৃহস্পতিবার (২১ মার্চ)।

বুধবার (২০ মার্চ) এ তথ্য জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

তিনি বলেন, বৃহস্পতিবার কমিশন সভা রয়েছে। ভোটের তারিখ তো আগেই জানানো হয়েছে। প্রথম ধাপের পূর্ণাঙ্গ তফসিল আগামীকাল হতে পারে।

ইসির পরিকল্পনা অনুযায়ী, দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে প্রথম ধাপে ১৫৩টি, দ্বিতীয় ধাপে ১৬৫টি, তৃতীয় ধাপে ১১১টি ও চতুর্থ ধাপে ৫২টি; মোট ৪৮১টি উপজেলায় ভোট করার কথা রয়েছে।

আগামী ৪, ১৮ ও ২৫ মে এবং ১ জুন ভোটগ্রহণ করতে চায় ইসি। এজন্য প্রথম দফা ভোটের পুর্ণাঙ্গ তফসিল হতে পারে বৃহস্পতিবার।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, মার্চ ২০, ২০২৪
ইইউডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।