ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

উপজেলা নির্বাচন: সৈয়দপুর ২ জনের মনোনয়নপত্র বাতিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৪
উপজেলা নির্বাচন: সৈয়দপুর ২ জনের মনোনয়নপত্র বাতিল

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনে দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে।  

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে নীলফামারী জেলা রিটার্নিং অফিসারের সম্মেলন কক্ষে ওই যাচাই-বাছাই হয়।

ঋণ খেলাপির দায়ে চেয়ারম্যান পদে মহসীন আলী ও ভাইস চেয়ারম্যান পদে আনোয়ারুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলামের নেতৃত্বে প্রার্থীরা উপস্থিত ছিলেন।

বর্তমানে সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন যথাক্রমে মোস্তফা ফিরোজ, আজমল হোসেন, জয়নাল আবেদীন, ফয়সাল দিদার ও রিয়াদ আরফান সরকার, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মো. আব্দুল্লাহ ও মহসীন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সানজিদা বেগম (লাকী), মোছা. হাসিনা বেগম, মোস্তাফিজা হোসেন ও সুমিত্রা রানী প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে থাকলেন।

এই উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২১ মে। ৩০ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহার ও ২ মে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।