ঢাকা: জেলা, উপজেলা ও সমমান পদের আরও ১৩ কর্মকর্তা পদে রদবদল করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) পৃথক পাঁচ প্রজ্ঞাপনে ওইসব পদে রদবদল করা হয়।
এদের মধ্যে রয়েছে- জেলা নির্বাচন পর্যায়ের পাঁচটি পদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা পর্যায়ের পাঁচটি পদ ও অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা পর্যায়ের তিনটি পদ।
আগের দিন ৬২টি পদে রদবদল করে ইসি। গত ২১ নভেম্বর এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন দায়িত্ব নেওয়ার পর এত বড় রদবদল হয়েছে। এসব কর্মকর্তাদের অনেকেই দীর্ঘদিন ধরে একই পদে কর্মরত ছিলেন।
আরও পড়ুন...
ইসিতে বড় রদবদল, আঞ্চলিক কর্মকর্তাসহ ৬২ জন বদলি
বাংলাদেশ সময়: ০২৪৫ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২৫
ইইউডি/আরবি