ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

কাঞ্চন পৌর ৪নং ওয়ার্ড উপ-নির্বাচনে আসাদুজ্জামান বিজয়ী

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
কাঞ্চন পৌর ৪নং ওয়ার্ড উপ-নির্বাচনে আসাদুজ্জামান বিজয়ী

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার ৪নং ওয়ার্ড উপ-নির্বাচনে আসাদুজ্জামান মোল্লা (পানির বোতল) ১৫৫৫ ভোট পেয়ে বে-সরকারিভাবে বিজয়ী হয়েছেন। 

তার প্রতিদ্বন্দ্বি আমিনুল হক ভুইয়া (উট পাখি) পেয়েছেন ১৫৪০, দেওয়ান আশরাফুল (পাঞ্জাবী প্রতীক) ৮৬৪ ও আরমান মিয়া (ডালিম) ১৬ ভোট পেয়েছেন।  

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, কঠোর নিরাপত্তার মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

কোথায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।  

উল্লেখ্য, কাঞ্চন পৌর ৪নং ওয়ার্ড কাউন্সিলর দেওয়ান শফিকুর রহমানের মৃত্যুতে পদটি শূন্য থাকায় উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। এ ওয়ার্ডে দুইটি কেন্দ্রে মোট ৫০৭৬ জন ভোটার রয়েছে। রাণীপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২১৯২ জন ও চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২৮৮৪ জন ভোটার রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।