জাহিদুল হাসান পেয়েছেন ৯ হাজার ১০৩ ভোট, তার নিকটতম প্রার্থী সাজ্জাদুল ইসলাম মোল্লা ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৬৯৭ ভোট।
এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী আব্দুল খালেক চৌধুরী হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ৫৯৫ ভোট এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বরিশাল জেলা ছাত্রলীগ নেতা জাকারিয়া সোহেব মিরাজ আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৫০ ভোট।
তথ্যের সত্যতা নিশ্চিত করে রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল মান্নান বলেন, পাদ্রিশিবপুর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ছিলো ১৬ হাজার ৯৬১টি। এর মধ্যে প্রাপ্ত ভোটের সংখ্যা ১০ হাজার ৫৯০টি। তবে এর মধ্যে থেকে ১৪৫টি ভোট বাতিল হয়েছে।
বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
এমএস/আরআর