ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

এনায়েতনগর ইউপি নির্বাচনে জাকারিয়া জাকি নির্বাচিত 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
এনায়েতনগর ইউপি নির্বাচনে জাকারিয়া জাকি নির্বাচিত 

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের উপ-নির্বাচনে ফুটবল প্রতীকের মীর মো. জাকারিয়া জাকি ২ হাজার ৭৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ মার্চ) দিনব্যাপী ভোটগ্রহণের পর গণনা শেষে রাতে এ ফলাফল ঘোষণা করা হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আপেল প্রতীকের ভাসানী প্রধান পেয়েছেন ১ হাজার ৩১ ভোট।

অপর প্রতিদ্বন্দ্বী মোরগ প্রতীকের মামুন প্রধান পেয়েছেন মাত্র ২১ ভোট। বাতিল হয়েছে ৩৮ ভোট।

নির্বাচনের রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মমিন মিয়া জানান, মাসদাইর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনটি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১৩ হাজার ২৯ জন ভোটারের মাধ্যমে মাত্র ৩ হাজার ৮২২ জন ভোটার ভোট দেন। ভোটগ্রহণের হার ছিল ২৯ দশমিক ৩৩ শতাংশ। মীর আব্দুল আউয়ালের মৃত্যুতে ওই ওয়ার্ডটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।