ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

জীবনের শেষ ভোট জহুরুনের! 

নাসির উদ্দিন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৬ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৮
জীবনের শেষ ভোট জহুরুনের!  ভোটকেন্দ্রে জহুরুন নেছা/ছবি: আবু বকর

সিলেট: বয়সের ভারে ন্যুজ্ব বৃদ্ধা জহুরুন নেছা (১১৫)। হাঁটা-চলার সক্ষমতা হারিয়েছেন সেই কবে। এখন কেবলই হুইলচেয়ার ভরসা তার। তাও অন্যের সাহায্য নিয়েই চলছে জীবন।

স্বামী মো. আবু বেগ বেঁচে নেই। জীবনের সায়াহ্নে এসে দেহতরি আর মানে না।

চোখেও দেখেন না তেমন। এমন অবস্থায়ও ভোট দিতে এসেছেন তিনি।  

ছেলের বউ মর্জিনা বেগমের সাহায্যে ভোট দিতে এসেছেন নগরের আম্বরখানা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।  

ভোটকেন্দ্রে জহুরুন নেছা/ছবি: আবু বকরকাঁপা কণ্ঠে জহুরুন বলেন, আর কটা দিন বাঁচবো, জীবনের শেষ ভোটটা দিয়ে যাই। আর হয়তো বাঁচবো না। জহুরুনের সঙ্গে থাকা ছেলের বউ মর্জিনা বলেন, তার শ্বাশুড়ির বয়স ১১৫ বছর। তিনি হুইলচেয়ারেও কারো সাহায্য ছাড়া চলতে পারেন না।  

প্রিজাইডিং অফিসার শংকর চক্রবর্তী বাংলানিউজকে বলেন, এই কেন্দ্রে ভোট রয়েছে ২ হাজার ২শ ১২টি। ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছেন।  

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৮
এনইউ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ