ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

রাজশাহীতে ভোটকেন্দ্রে আ'লীগ সমর্থককে ছুরিকাঘাত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪০ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৮
রাজশাহীতে ভোটকেন্দ্রে আ'লীগ সমর্থককে ছুরিকাঘাত ভোটকেন্দ্রে আওয়ামী লীগ সমর্থককে ছুরিকাঘাত-ছবি-বাংলানিউজ

রাজশাহী: রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনে ভোটকেন্দ্রে সজল নামে এক আওয়ামী লীগ সমর্থককে ছুরিকাঘাত করা হয়েছে। 

সোমবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে মৌলভি বুধপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।  

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

সজল কাটাখালি পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

আওয়ামী লীগের নেতাকর্মীরা অভিযোগ করেছেন, জামায়াত-শিবিরের সমর্থকরা সজলকে ছুরিকাঘাত করেছে।  

জানা গেছে, ওই সময় ভোটকেন্দ্রে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এইচএম খায়রুজ্জামান লিটন উপস্থিত ছিলেন।  

সজলকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৮
এসএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।