সোমবার (৩০ জুলাই) রাত পৌনে ১২টায় নগরের উপশহরে আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে স্থাপিত রিটার্নিং কর্মকর্তার অস্থায়ী কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান নির্বাচনের ফল ঘোষণা করেন।
>>আরও পড়ুন...সিলেটে এগিয়ে গেলেন ধানের শীষের আরিফুল
রিটার্নিং অফিসার আলীমুজ্জামান জানান, দুইটি কেন্দ্রের ভোট স্থগিত থাকায় বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করা হয়নি।
এর আগে সকাল ৮টায় সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে আওয়ামী লীগের প্রার্থী কামরান ভোট সুষ্ঠু হচ্ছে দাবি করে জয় পাওয়ার প্রত্যাশা করেন।
তবে দিনভর কারচুপির অভিযোগের পর বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন বিএনপির আরিফুল হক।
এদিকে কোনো কোনো কেন্দ্রে জাল ভোট ও ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনায় বেশ কয়েকটি কেন্দ্রে ভোটগ্রহণে বিঘ্ন সৃষ্টি হয়। অনিয়মের অভিযোগে দুটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। বাকি ১৩২টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়।
সিলেট সিটিতে মোট ভোটার ৩ লাখ ২১ হাজার ৭৩২ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৭১ হাজার ৪৪৪ জন ও নারী ১ লাখ ৫০ হাজার ২৮৮ জন।
বাংলাদেশ সময়: ০০৫৭ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৮
এনটি