ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

বিসিসিতে জামানত হারাতে পারেন ৬ মেয়র প্রার্থী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৮
বিসিসিতে জামানত হারাতে পারেন ৬ মেয়র প্রার্থী

বরিশাল: বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে জামানত হারাতে পারেন প্রতিদ্বন্দ্বী ৭ জনের মধ্যে ৬ মেয়র প্রার্থী। যদিও ১৬ কেন্দ্রের ফলাফল চূড়ান্ত না হওয়ায় এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কোনো ঘোষণা করা হয়নি। তবে গেজেট প্রকাশ হওয়ার পরেই এ বিষয়ে সিদ্ধান্ত হবে। 

বরিশালের জেষ্ঠ্য নির্বাচন কর্মকর্তা ও সিটি নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. হেলাল উদ্দিন খান বাংরানিউজকে বলেন, নির্বাচনী আইন অনুযায়ী যেসব প্রার্থী মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগের কম ভোট পাবেন তাদের জামানত জব্দ হবে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বরিশাল সিটি নির্বাচনে ১২৩টি কেন্দ্রের মধ্যে ১০৭টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে।

ঘোষিত ফলাফল অনুযায়ী ১০৭টি কেন্দ্রে শতকরা ৬৩ শতাংশ ভোট পড়ছে। যেখানে সর্বমোট ভোটের সংখ্যা ছিল এক লাখ ৩৩ হাজার ৩০০টি। অবৈধ (বাতিলকৃত) ভোটের সংখ্যা তিন হাজার ৪৫১ হওয়ায় মোট বৈধ ভোটের সংখ্যা ছিল এক লাখ ২৯ হাজার ৮৪৯টি। তবে একটি কেন্দ্রের ভোটগ্রহণ ও ১৫টি কেন্দ্রের ফলাফল স্থগিত থাকায় আরও প্রায় ৩২ হাজার ভোটের হিসাব-নিকাশ এখনো চূড়ান্ত হয়নি। সে ক্ষেত্রে ১০৭ কেন্দ্রের ফলাফল অনুযায়ী প্রদত্ত ভোটের হিসাব অনুযায়ী এক ভাগে প্রায় ১৬ হাজার ৭০০ ভোট পেতে হবে। আর এ প্রদত্ত ভোটের হিসেবে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ব্যতিত কেউই ১৬ হাজারের ঘরে পা দিতে পারেনি। ১০৭ কেন্দ্রের ভোটের ফলাফল অনুযায়ী বিএনপির মেয়র প্রার্থী ধানের শীষ প্রতীকে মজিবর রহমান সরোয়ার পেয়েছেন ১৩ হাজার ১৩৫ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী হাত পাখা প্রতীকে ওবাইদুর রহমান (মাহবুব) পেয়েছেন ছয় হাজার ৪২৩ ভোট। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) মই প্রতীকের মেয়র প্রার্থী মনীষা চক্রবর্তী পেয়েছেন এক হাজার ৯১৭ ভোট। জাতীয় পার্টির (জাপা) বহিষ্কৃত মেয়র প্রার্থী মো. ইকবাল হোসেন (তাপস) লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৬৯৬ ভোট। বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মেয়র প্রার্থী কাস্তে প্রতীক নিয়ে অ্যাডভোকেট আবুল কালাম আজাদ পেয়েছেন ২৪৪ ভোট। ভোটের হিসাবে ১৫ কেন্দ্রে ভোট হলে গড় হিসেবে যেমন প্রদত্ত ভোটের সংখ্যা বাড়বে তেমনি জামানত রক্ষার ভোটের হিসেবেও পরিবর্তন ঘটবে। আর এ ক্ষেত্রে ৬ প্রার্থীকেই জামানত হারাতে হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও প্রার্থীদের প্রাপ্ত ভোটের হিসাবে দ্বিতীয় অবস্থানে থাকা মজিবর রহমান সরোয়ার জামানত নাও হারাতে পারেন। তবে বাকি ৫ প্রার্থীর ১০৭ কেন্দ্রের প্রাপ্ত ভোটের গড় হিসেবে এখনই অনেকটাই নিশ্চিত হয়ে গেছে জামানত হারানোর বিষয়টি।

ঘোষিত ফলাফল অনুযায়ী বিসিসি নির্বাচনে দ্বিতীয় অবস্থানে থাকা ধানের শীষ প্রতীকের সরোয়ার এর থেকে প্রায় ১ লাখ ভোটের ব্যবধান এগিয়ে রয়েছেন সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। ফলাফল ঘোষিত না হওয়া ১৫ কেন্দ্রের মোট ভোট বাদ দিলেও ৬০ হাজারের বেশি ভোটে এগিয়ে থাকায় সাদিক আব্দুল্লাহ মেয়র নির্বাচিত হন।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৮
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।