ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

কেরানীগঞ্জে স্মার্টকার্ড বিতরণ শুরু

কেরানীগঞ্জ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৯ ঘণ্টা, আগস্ট ১, ২০১৮
কেরানীগঞ্জে স্মার্টকার্ড বিতরণ শুরু স্মার্টকার্ড বিতরণ

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (১ আগস্ট) বেলা ১২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার কোন্ডা ইউনিয়ন পরিষদে ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা যুগ্ম-সচিব রকিব উদ্দিন মন্ডল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহে এলিদ মাইনুল আমিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জাকির হোসেন ও কোন্ডা ইউপি চেয়ারম্যান ফারুক চৌধুরী।

চেয়ারম্যান ফারুক চৌধুরী বলেন, বুধবার সকাল থেকে কোন্ডা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পুরুষ ভোটারদের মাঝে স্মার্টকার্ড বিতরণ করা হচ্ছে। এদিন তিন হাজার ২৮৫ জন ভোটারের মাঝে স্মার্টকার্ড বিতরণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।