ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

সিটি নির্বাচনের প্রচার সামগ্রী সরিয়ে ফেলার নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৮
সিটি নির্বাচনের প্রচার সামগ্রী সরিয়ে ফেলার নির্দেশ ইসি। ফাইল ফটো

ঢাকা: সদ্য অনুষ্ঠিত তিন সিটি করপোরেশন নির্বাচনের প্রচার সামগ্রী সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সংশ্লিষ্ট সিটি করপোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তাকে এ কাজ সম্পন্ন করে ইসিকে অবহিত করতে হবে।

ইসির উপ-সচিব ফরহাদ হোসেন স্বাক্ষরিত নির্দেশনাটি রোববার (৫ আগস্ট) সংশ্লিষ্ট সিটির প্রধান নির্বাহী কর্মকর্তাকে পাঠানো হয়।  

নির্দেশনায় বলা হয়, তিন সিটি নির্বাচনে ব্যবহৃত পোস্টার, ব্যানার, বিলবোর্ড, গেইট, তোরণ, প্যান্ডেল ইত্যাদি প্রচার সামগ্রী নির্বাচনী এলাকা থেকে অপসারণ করতে হবে।

নির্দেশনার অনুলিপি মন্ত্রী পরিষদ সচিব, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, বিভাগীয় কমিশনারসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ৩০ জুলাই রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৮
ইইউডি/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ