প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে নিবন্ধিত দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দিতে হয়। ৩৯টি দলের মধ্যে আ’লীগসহ সাতটি দল সময় বাড়ানোর আবেদন জানায়।
যাদের সময় দেওয়া হয়েছে সেই দলগুলো হলো- বাংলাদেশ আওয়ামী লীগ, সাংস্কৃতিক মুক্তিজোট, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), গণতন্ত্রী পার্টি ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)।
দলগুলো সোমবার (৬ আগস্ট) থেকে পরবর্তী ১৫ দিন সময় পাবে।
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, কোনো দল পরপর তিন বছর আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা না দিলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিলের বিধান রয়েছ।
বাংলাদেশ সময়: ২২৫৬ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৮
ইইউডি/এনএইচটি