ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য: সাদিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৮
জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য: সাদিক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ

বরিশাল: ‘আমার কোন চাহিদা নেই, জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য। নগরবাসীর সেবক হয়ে কাজ করতে চাই’। 

বুধবার (০৮ আগস্ট) শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) নব নির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এ কথা বলেন।

তিনি বলেন, প্রতিহিংসা নয়, ভালোবাসা দিয়েই মানুষকে জয় করতে চাই।

যখন আমি সিটি করপোরেশনের দায়িত্ব বুঝে নেবো তখন থেকে আমার কাছে নগরীর সব মানুষগুলো সমান। সবাই আমার কাছে সমান অধিকার পাবেন। নগরবাসীর সব সমস্যা সমাধানের আপ্রাণ চেষ্টা চালাবো।

এতে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল, অ্যাডভোকেট এস এম ইকবাল, বর্তমান সহ-সভাপতি এমএম আমজাদ হোসাইন,  সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক পুলক চ্যাটার্জিসহ বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা।

আয়োজনের শুরুতে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।  

বাংলাদেশ সময়: ০১৩৮ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৮
এমএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।