ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

আ’লীগের বার্ষিক আয় ২০ কোটি, ব্যয় ১৩ কোটি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৮
আ’লীগের বার্ষিক আয় ২০ কোটি, ব্যয় ১৩ কোটি

ঢাকা: নির্বাচন কমিশনে (ইসি) ২০১৭ সালের বার্ষিক আয়-ব্যয়ের হিসেব জমা দিয়েছে আওয়ামী লীগ।

নির্বাচন কমিশনে দেওয়া হিসেব অনুযায়ী ২০১৭ সালে আওয়ামী লীগের বার্ষিক আয় ছিলো ২০ কোটি ২৪ লাখ ৯৬ হাজার ৪৩৬ টাকা। আর ব্যয় হয়েছে ১৩ কোটি ৬৩ লাখ ৪৮ হাজার ৩১৯ টাকা।

আয়ের উৎস হিসেবে দেখানো হয়েছে নেতাদের মাসিক চাঁদা, জেলাভিত্তিক প্রাথমিক সদস্য সংগ্রহ ফি, সংসদ সদস্য, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য, উপ-নির্বাচনে মনোনয়ন ফরম বিক্রি, দলের প্রকাশনা বিক্রি, অনুদান উল্লেখযোগ্য।

মঙ্গলবার (১৪ আগস্ট) দুপুরে আয়-ব্যয়ের হিসেব জমা দিতে নির্বাচন কমিশন কার্যালয়ে যান আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৮
এমইউএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।