ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

শপথ নিলেন সালাম মুর্শেদী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৮
শপথ নিলেন সালাম মুর্শেদী নতুন সংসদ সদস্য সালাম মুর্শেদীকে শপথ পড়াচ্ছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। ছবি: সংসদ সচিবালয়

ঢাকা: তারকা ফুটবলার থেকে সফল ব্যবসায়ী; এবার সংসদ সদস্য (এমপি) হিসেবে নতুন যুগের সূচনা করলেন আব্দুস সালাম মুর্শেদী। 

বৃহস্পতিবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় সংসদ সচিবালয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ বাক্য পাঠ করান।  

এর মধ্য দিয়ে রাজনৈতিক অঙ্গনে পথচলা শুরু করলেন এনভয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালাম মুর্শেদী।

তিনি খুলনা-৪ আসন থেকে উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ওই এলাকার সাবেক এমপি এস এম মোস্তফা রশিদীর মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করা হয়।  

পরে তফসিল অনুযায়ী, উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হন সালাম মুর্শেদী। অন্য কোনো প্রার্থী না থাকায় তাকে বিজয়ী ঘোষণা করা হয়।  

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৮
এসএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।