বুধবার (০৩ অক্টোবর) বেলা আড়াইটায় উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. ছাইদুজ্জামান মোস্তফা এ অভিযোগ করেন।
তিনি বলেন, ক্ষমতাসীন শাসকগোষ্ঠী অবৈধভাবে প্রশাসন ও পুলিশের সহায়তায় শিমুলহাটি, পংপাচিহা, আড়াইউড়া, হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়, ঘোষপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ৪২টি কেন্দ্রের বেশিরভাগ কেন্দ্র দুপুর ১টার মধ্যে দখল করে নেয়।
পরে বিকেল ৩টায় স্বতন্ত্র প্রার্থী একেএস জামান সম্রাট তাড়াইল বাজারে নিজ নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে একই অভিযোগ করেন।
এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ মোশারফ হোসেন বাংলানিউজকে জানান, কোন প্রার্থীই তার কাছে কোন অভিযোগ করেননি। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা ৬টা ২২ মি) ভোট গণনার কাজ চলছে।
গত ১৮ জুলাই চেয়ারম্যান কামাল উদ্দিন ভূঁইয়ার মৃত্যুতে পদটি শূন্য ঘোষণা করা হয়।
বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৮
এনটি