ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

সৈয়দপুর পৌরসভার সংরক্ষিত আসনে সাবিয়া জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৪ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৮
সৈয়দপুর পৌরসভার সংরক্ষিত আসনে সাবিয়া জয়ী

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত আসনে উপ-নির্বাচনে সাবিয়া সুলতানা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। 

বুধবার (০৩ অক্টোবর) নির্বাচনে ভোট শেষে ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম।

নির্বাচনে সাবিয়া সুলতানা চশমা প্রতীকে ৩ হাজার ৯৯৫ ভোট বেসরকারিভাবে নির্বাচিত হন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি পারভীন নাজ আনারস প্রতীকে ভোট পেয়েছেন ৩ হাজার ৪৯৯ ভোট।

এর আগে, সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে। উপ-নির্বাচনে মোট ৭টি কেন্দ্রে ভোট ছিল ১৯ হাজার ৭৭২। এর মধ্যে ৯ হাজার ৩৮৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ২১৯টি ভোট বাতিল হয়ে যায়।

প্রথম শ্রেণির সৈয়দপুর পৌরসভার ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর রাজিয়া সুলতানা গত ২৮ মে শারীরিক অসুস্থতার কারণে ইন্তেকাল করলে পদটি শূন্য হয়। উপ-নির্বাচনে তারই মেয়ে সাবিয়া সুলতানা বেসরকারিভাবে কাউন্সিলর নির্বাচিত হলেন।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ