ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

তাড়াইল উপজেলা চেয়ারম্যান পদে আ’লীগ প্রার্থী জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৩ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৮
তাড়াইল উপজেলা চেয়ারম্যান পদে আ’লীগ প্রার্থী জয়ী

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী মুক্তিযোদ্ধা আজিজুল হক ভূঞা মোতাহার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বুধবার (০৩ অক্টোবর) রাতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ মোশারফ হোসেন ফলাফল ঘোষণা করেন।  

নির্বাচনে আজিজুল হক ভূঞা মোতাহার পেয়েছেন ৪৮ হাজার ৬৫ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির প্রার্থী মো. ছাইদুজ্জামান মোস্তফা ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন  ১৩ হাজার ৩৩৯ ভোট। এছাড়াও আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী একেএস জামান সম্রাট পেয়েছেন ৮ হাজার ২১৮ ভোট।

এর আগে, সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ৪২টি কেন্দ্রের ২২৬টি কক্ষে ভোট নেওয়া হয়। নির্বাচনে মোট ভোটার ছিলেন ১ লাখ ২১ হাজার ৪২৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬১ হাজার ৯২৩ জন ও নারী ভোটার ৬৯ হাজার ৫০৪ জন।

গত ১৮ জুলাই চেয়ারম্যান কামাল উদ্দিন ভূঁইয়ার মৃত্যুতে পদটি শূন্য ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ