ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

দেওয়ানগঞ্জ উপ-নির্বাচনে আ’লীগ প্রার্থী জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৫ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৮
দেওয়ানগঞ্জ উপ-নির্বাচনে আ’লীগ প্রার্থী জয়ী

জামালপুর: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী শাকিরুজ্জামান রাখাল বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বুধবার (০৩ অক্টোবর) রাতে দেওয়ানগঞ্জ নির্বাচনের রির্টানিং অফিসার ও উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা তোফায়েল আহাম্মেদ ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী শাকিরুজ্জামান রাখাল পেয়েছেন ৭ হাজার ১৭১ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. আল আমীন আনারস প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৪৭৪ ভোট।

২০১৬ সালের ২৮ মে বাহাদুরাবাদ ইউনিয়নে নির্বাচন চলাকালে সহিংসতায় চারজন নিহত হবার ঘটনায় কেন্দ্র তিনটির ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছিল।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।