ইসির ‘নিয়োগ, পদোন্নতি, প্রশাসনিক সংস্কার, পুনর্বিন্যাস ও দক্ষতা উন্নয়ন কমিটি’ এ পদোন্নতি ও জনবল বাড়ানোর সুপারিশ করেছে। এ বিষয়ে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বৃহস্পতিবার (৪ অক্টোবর) সাংবাদিকদের বলেন, নির্বাচনকে সামনে রেখে এখন সবারই পদোন্নতি হচ্ছে।
‘৭৫ জন কর্মকর্তার পদোন্নতির সুপারিশ করা হয়েছে। এই তালিকা কমিশনে যাবে। কমিশন সভা অনুমোদন দিলে তারা পদোন্নতি পাবে। পদোন্নতির তালিকায় থাকা দশ জন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মধ্যে নয়জনকে পদোন্নতির সুপারিশ করা হয়েছে। তারা সবাই ৪র্থ গ্রেড অনুসারে বেতন-ভাতা ও সুবিধা পাবেন। উপসচিব পদে ৫ম গ্রেডে ২৯ জন এবং সিনিয়র সহকারী সচিব পদে ৬ষ্ঠ গ্রেডে ৩৭ জনকে পদোন্নতির সুপারিশ করা হয়েছে। ’
মাহবুব তালুকদার জানান, কমিশনে বেশ কিছু নতুন পদ সৃষ্টি হতে যাচ্ছে। জাতীয় নির্বাচনের আগে প্রায় ২ হাজার জনবল বেড়ে যাচ্ছে। কমিশনের বর্তমান জনবল ৩ হাজার। তবে তারা সবাই অফিসার নন। এর মধ্যে উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা পদে ৫১৭ জনকে নিয়োগ দেওয়া হবে। এই কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হলে নির্বাচন কমিশনের সক্ষমতা আরও বেড়ে যাবে। এরা শক্তিশালী জনবল হিসেবে ভূমিকা পালন করবে বলে আমি আশা করি।
তবে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলেও মন্তব্য করেন মাহবুব তালুকদার।
নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের সভাপতিত্বে গত বুধবার (৩ অক্টোবর) ‘নিয়োগ, পদোন্নতি, প্রশাসনিক সংস্কার ও পুনর্বিন্যাস এবং দক্ষতা উন্নয়ন কমিটি’র সভা হয়। সে সভার সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার সাংবাদিকদের জানান মাহবুব তালুকদার।
বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৮
ইএআর/এইচএ/