ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ডিমলায় ৩ ইউপি নির্বাচনের প্রতীক বরাদ্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৯ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৮
ডিমলায় ৩ ইউপি নির্বাচনের প্রতীক বরাদ্দ

নীলফামারী: নীলফামারীর ডিমলায় সীমানা জটিলতার কারণে স্থগিত হওয়া ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৩৩ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। 

শুক্রবার (৫ অক্টোবর) বিকেলে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে চেয়ারম্যান পদে ১২ জন, সাধারণ সদস্য পদে ৯০ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩১ জন।

 

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, খগাখড়িবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান পদে ৭ জন, সাধারণ সদস্য পদে ৩৪ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন।

টেপাখড়িবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান পদে ২ জন, সাধারণ সদস্য পদে ২৮ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬ জন ও গয়াবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান পদে ৩ জন, সাধারণ সদস্য পদে ২৮ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
 
গয়াবাড়ী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে শরীফ ইবনে ফসয়াল মুন (নৌকা), স্বতন্ত্র প্রার্থী সামচুল হক (আনারস), রুকুনুজ্জামান (মোটরসাইকেল) প্রতীক।
উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান পদে ময়নুল হক (নৌকা) ও রবিউল ইসলাম শাহীন (আনারস)।

খগাখড়িবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে জাহাঙ্গীর আলম (নৌকা) ও  আতিকুজ্জামান (ধানের শীষ), জাকারিয়া হোসেন (লাঙল), স্বতন্ত্র প্রার্থী হিসেবে রবিউল ইসলাম লিথন (চশমা), সামিউল গনি চন্দন (আনারস), একেএম শামীম (মোটরসাইকেল), রুকুনুজ্জামান জুয়েল (ঘোড়া) প্রতীক পেয়েছেন।
 
ডিমলা উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহাবুবা আক্তার বানু বলেন, প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা উৎসব মুখর পরিবেশে প্রচারণা শুরু করেছে।  

ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার বলেন, মামলা জটিলতার কারণে স্থগিত হওয়া ৩টি ইউনিয়নের ভোটগ্রহণ আগামী ২১ অক্টোবর অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ