ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

বরিশাল সিটিতে ৬ কাউন্সিলর পদে আ’লীগ প্রার্থীর জয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৮
বরিশাল সিটিতে ৬ কাউন্সিলর পদে আ’লীগ প্রার্থীর জয়

বরিশাল: বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনের স্থগিতকৃত নয়টি কেন্দ্রে পুনঃভোট অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৩০ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আইন-শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ভোট সম্পন্ন হয়।  

পরে ফলাফলে দেখা যায়, নয়টি কেন্দ্রে পুনঃভোটে ৬টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

তিনটি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে জয়ী হয়েছেন আরও তিনজন।

বিজয়ী সাধারণ ওয়ার্ডের কাউন্সিলররা হলেন- ১ নং ওয়ার্ডে আমীর বিশ্বাস, ১৪ নং ওয়ার্ডে তৌহিদুল ইসলাম ছাবিদ, ১৭ নং ওয়ার্ডে গাজী আক্তারুজ্জামান হিরু, ২২ নং ওয়ার্ডে আনিছুর রহমান দুলাল, ২৩ নং ওয়ার্ডে এনামুল হক বাহার ও ২৪ নং ওয়ার্ডে আনিছুর রহমান শরীফ।

এছাড়া তিনটি সংরক্ষিত নারী কাউন্সিলর পদের মধ্যে সংরক্ষিত-৫ (১৩, ১৪ ও ১৫) নং ওয়ার্ডে ইসমত আরা লাভলী, সংরক্ষিত-৬ (১৬, ১৭ ও ১৮) নং ওয়ার্ডে গায়েত্রী সরকার পাখি ও সংরক্ষিত-৯ (২৪.২৫.২৬) নং ওয়ার্ডে সেলিনা বেগম পুনর্নির্বাচিত হয়েছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা ও সিটি নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা হেলাল উদ্দিন খান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০২১৯ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৮
এমএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ