প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদার সঙ্গে সাক্ষাতে অন্য চার নির্বাচন কমিশনারও অংশ নেবেন।
নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ এ বিষয়ে বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতিকে সব প্রস্তুতি অবহিত করা হবে।
আগামী ৩ নভেম্বর (শনিবার) কমিশন বৈঠকে তফসিল নিয়ে আলোচনার কথা জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান। তবে ৪ নভেম্বরও (রোববার) আরেকটি বৈঠক হবে। এক্ষেত্রে নির্বাচনের তারিখ নির্ধারণের পর বাংলাদেশ টেলিভিশন সিইসির জাতির উদ্দেশ্যে ভাষণ রেকর্ড করবে। যে ভাষণে তফসিল ঘোষণা হবে। ভাষণ ৪ নভেম্বর সন্ধ্যায় কিংবা তারপরে যে কোনোদিন সন্ধ্যায় প্রচার করা হতে পারে।
এদিকে ইসি সচিব জানিয়েছেন, আগামী সাতদিনের মধ্যেই তফসিল ঘোষণা করা হবে।
সংবিধান অনুযায়ী আগামী ২৮ জানুয়ারির মধ্যে ভোটগ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। তবে ইসির পরিকল্পনা হচ্ছে ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে ভোটগ্রহণ সম্পন্ন করা।
বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
ইইউডি/জেডএস