ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

জাস্ট ওয়েট, সবকিছু ঠিক মতই এগোচ্ছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৮
জাস্ট ওয়েট, সবকিছু ঠিক মতই এগোচ্ছে নির্বাচন কমিশনার শাহাদাৎ হোসেন চৌধুরী (ফাইল ছবি)

ঢাকা: ভোটগ্রহণের সময় নির্ধারণের বৈঠক শেষ। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার জাতির উদ্দেশে ভাষণ বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ধারণের পর সন্ধ্যা ৭টায় প্রচারিত হবে।

বৈঠক শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাৎ হোসেন চৌধুরী বলেন, সবকিছু ঠিক মতই এগোচ্ছে। জাস্ট ওয়েট, জানতে (কবে ভোট) পারবেন।

**ভোটের তারিখ নির্ধারণে বসেছে নির্বাচন কমিশন 

ইসি কর্মকর্তারা বলছেন, তফসিল ঠিকঠাক মতই ঘোষণা করা হবে। আর ভোটগ্রহণ ২০ ডিসেম্বরের দিকেই সম্পন্ন হতে পারে। তবে জানুয়ারির প্রথমদিকে ভোটগ্রহণ হলেও প্রস্তুতি থাকবে ইসির।

তফসিলকে কেন্দ্র করে ইতোমধ্যে জেলা পর্যায়ে নির্বাচনী উপকরণ পাঠানো হয়েছে। এতে প্রার্থীদের মনোনয়ন, জামানত বইসহ অন্য উপকরণ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৮
ইইউডি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।