২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য যে ভোটার তালিকা তৈরি করা হয়েছে, তাতে মোট ভোটার দাঁড়িয়েছে ২১ লাখ ৩২ হাজার ১৬৪ জন। সে হিসেবে গত ৫ বছরে জেলার ছয়টি আসনে মোট ভোটার বেড়েছে ২ লাখ ৮৩ হাজার ৬৬৪ জন।
জেলা নির্বাচন অফিস থেকে প্রাপ্ত তথ্যে এমনটাই জানা গেছে।
আসন ভিত্তিক ভোটার তালিকা পর্যালোচনায় দেখা যায়, কিশোরগঞ্জ জেলার মধ্যে সবথেকে বেশি ভোটার রয়েছে কিশোরগঞ্জ-১ আসনে। কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলা নিয়ে গঠিত এ আসনের বর্তমান ভোটার সংখ্যা ৪ লাখ ২৯ হাজার ৯৭৯ জন।
২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ আসনে মোট ভোটার ছিলো ৩ লাখ ৭২ হাজার ৪৬০ জন। সে হিসেবে এ আসনে গত পাঁচ বছরে ভোটার বেড়েছে ৫৭ হাজার ৫১৯ জন।
আর জেলার ছয়টি আসনের মধ্যে সবচেয়ে কম ভোটারের আসন হচ্ছে কিশোরগঞ্জ-৫। বাজিতপুর ও নিকলী উপজেলা নিয়ে গঠিত এ আসনে বর্তমান ভোটার সংখ্যা ২ লাখ ৭৮ হাজার ৫৮০ জন।
২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ আসনে মোট ভোটার ছিলো ২ লাখ ৪২ হাজার ৮৩৬ জন। সে হিসেবে এ আসনে গত ৫ বছরে ভোটার বেড়েছে ৩৫ হাজার ৭৪৪ জন।
অন্য আসনগুলোর মধ্যে কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ-২ আসনে বর্তমান ভোটার ৪ লাখ ১৭ হাজার ৯৯ জন।
২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৬৩ হাজার ৩৪৩ জন। সে হিসেবে গত পাঁচ বছরে ভোটার বেড়েছে ৫৩ হাজার ৭৫৬ জন।
করিমগঞ্জ ও তাড়াইল উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ-৩ আসনে বর্তমান ভোটার ৩ লাখ ৫৪ হাজার ৩০ জন। ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে মোট ভোটার ছিলো ৩ লাখ ১ হাজার ৪৬৮ জন। সে হিসেবে এ আসনে গত ৫ বছরে বেড়েছে ৫২ হাজার ৫৬২ জন।
ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ-৪ আসনে বর্তমান ভোটার ৩ লাখ ১৯ হাজার ৯৭৯ জন। ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসনে মোট ভোটার ছিলেন ২ লাখ ৭৭ হাজার ২০১ জন। সে হিসেবে এ আসনে গত পাঁচ বছরে ভোটার বেড়েছে ৪২ হাজার ৭৭৮ জন।
ভৈরব ও কুলিয়ারচর উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ-৬ আসনে বর্তমান ভোটার ৩ লাখ ৩২ হাজার ৪৯৭ জন। ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ আসনে মোট ভোটার ছিলো ২ লাখ ৯১ হাজার ১৯২ জন। সে হিসেবে এ আসনে গত ৫ বছরে ভোটার বেড়েছে ৪১ হাজার ৩০৫ জন।
বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৮
এনটি