ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

দলীয় সভাপতি-সম্পাদকের ছবি চেয়েছে নির্বাচন কমিশন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৮
দলীয় সভাপতি-সম্পাদকের ছবি চেয়েছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন ভবন/ফাইল ফটো

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিবন্ধিত দলগুলোকে সভাপতি ও সাধারণ সম্পাদকের ছবি দিতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনী প্রচারণায় দলীয় প্রধান হিসেবে যাতে অন্য কারো নাম পোস্টারে কোনো প্রার্থী ব্যবহার না করতে পারে এজন্যই ছবি সংরক্ষণ করছে সংস্থাটি।

ইসির উপ-সচিব মো. আব্দুল হালিম খান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি দলগুলোকে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, নিবন্ধিত রাজনৈতিক দলের চেয়ারম্যান/সভাপতি ও সাধারণ সম্পাদক বা মহাসচিবের সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি পাঁচ কার্যদিবসের মধ্যে পাঠাতে হবে।

ছবি সংশ্লিষ্ট দলের কমিটির কোনো সদস্য কর্তৃক সত্যায়িত হতে হবে।

নির্বাচন কমিশনে বর্তমানে নিবন্ধিত দলের সংখ্যা ৩৯টি। আগামী ৩০ ডিসেম্বর এই ৩৯টি দলের অংশগ্রহণে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ২৮ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ২ ডিসেম্বর বাছাই। ৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। প্রতীক বরাদ্দ ১০ ডিসেম্বর। এদিন থেকেই প্রার্থীরা প্রতীক নিয়ে প্রচারণায় যেতে পারবেন।

আইন অনুযায়ী, সংসদ নির্বাচনের প্রচার কাজে প্রার্থীরা পোস্টারে দলীয় প্রধানের ছবি ব্যবহার করেন। এতে অনেক সময় দলীয় প্রধান ছাড়াও অন্যদের ছবিও ব্যবহার করেন কেউ কেউ। এটা করলে যেন সহজেই নির্বাচন কমিশন বিষয়টি ধরতে পারেন, তাই এ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া দলীয় প্রধানের ছবি ইসির ওয়েবসাইটে প্রকাশ করতেও প্রয়োজন হবে বলে জানিয়েছেন ইসি কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ০১৫০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৮
ইইউডি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।