রোববার (১৮ নভেম্বর) নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ বরিশাল মহানগরসহ জেলার বিভিন্ন উপজেলায় মোবাইল কোর্ট আইন-২০০৯ এর আওতায় আচরণ বিধি প্রতিপালন নিশ্চিত করনের লক্ষ্যে এসব অভিযান পরিচালনা করেন।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বরিশাল নগরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।
বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা কবির। এসময় ৩টি ব্যানার, ২০টি পোস্টার, ২টি বিলবোর্ড অপসারণ করা হয়।
বানারীপাড়া উপজেলায় বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ। এসময় তিনি ১টি ব্যানার, ২১টি পোস্টার, ৩টি বিলবোর্ড অপসারণ করেন।
বরিশাল সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমীনুল ইসলাম। তিনি মোবাইল কোর্ট এর মাধ্যমে ১০টি ব্যানার, ৫টি পোস্টার, ১০টি বিলবোর্ড অপসারণ করেন।
গৌরনদী উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খালেদা নাসরিন এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মিজানুর রহমান। এসময় তারা ৫টি ব্যানার, ৩০টি পোস্টার, ৩টি বিলবোর্ড অপসারণ করেন।
নির্বাচনী পরিবেশ সুন্দর ও সুষ্ঠু রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক এস.এম. অজিয়র রহমান।
বাংলাদেশ সময় : ০৫১০ ঘন্টা, নভেম্বর ১৯, ২০১৮
এমএস/এমএইচএম