ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

সিলেটে মনোনয়ন সংগ্রহ করলেন ২৬ প্রার্থী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৮
সিলেটে মনোনয়ন সংগ্রহ করলেন ২৬ প্রার্থী একাদশ জাতীয় সংসদ নির্বাচন

সিলেট: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনী ডামাডোল বাজছে চারিদিকে। দলের মনোনয়ন পেতে উদগ্রীব প্রার্থীরা। কারা বড় দুই দল আওয়ামী লীগ, বিএনপির তথা ঐক্যফ্রন্টের মনোনয়ন পেতে পারেন, এ নিয়ে সাধারণ মানুষের মধ্যেও চলছে চুলচেরা বিশ্লেষণ।

সব সমীকরণ পেরিয়ে দলের মনোনয়ন জুটবে কার কার ভাগ্যে সেই চিন্তায় প্রার্থীর চেয়েও সমর্থকদের বেশি। আর নির্বাচনী আসনের লোকজন নানা হিসাব-নিকাশ কষছেন প্রার্থীদের নিয়ে।

তবে ফলাফল যাই হোক আগে প্রস্তুতি নেওয়ার পালা। দলীয় মনোনয়ন জমা দেওয়ার পর নির্বাচন কমিশনের মনোনয়ন পত্রও সংগ্রহ করেছেন প্রার্থীরা। দলীয় প্রার্থীদের পাশাপাশি মনোনয়নপত্র সংগ্রহে এগিয়ে রয়েছেন স্বতন্ত্র প্রার্থীরাও।

মঙ্গলবার (২০ নভেম্বর) পর্যন্ত সিলেটের ছয়টি আসনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস ও স্বতন্ত্র হিসেবে তিন জামায়াত নেতাসহ ২৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

রোববার (১৮ নভেম্বর) থেকে মঙ্গলবার (২০ নভেম্বর) পর্যন্ত তিনদিনে রিটার্নিং কর্মকর্তার দফতর থেকে মনোনয়ন সংগ্রহ করেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলনের চার প্রার্থী। খেলাফত মজলিসের দুই এবং স্বতন্ত্র প্রার্থী আটজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সর্বশেষ মঙ্গলবারে মনোনয়ন সংগ্রহ করেছেন দুইজন, সোমবারে ছয়জন এবং রোববার ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে নিশ্চিত করেছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. খুরশেদ আলম।

ছয়টি আসনের মধ্যে সিলেট-১ আসনে মনোনয়ন সংগ্রহ করেছেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের রেদওয়ানুল হক ও স্বতন্ত্র প্রার্থী মো. শাহজাহান মিয়া।

সিলেট-২ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান। বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইলিয়াস পত্নী তাহসীনা রুশদীর লুনা, মো. আবরাব ইলিয়াস। জাতীয় পার্টির ইয়াহইয়া চৌধুরী, খেলাফত মজলিসের মুনতাছির আলী, স্বতন্ত্র প্রার্থী মো. আমির উদ্দিন ও এনামুল হক।

সিলেট-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বর্তমান সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মো. আব্দুস সালাম, জাতীয় পার্টির উছমান আলী, খেলাফত মজলিসের দিলওয়ার হোসাইন, ইসলামী আন্দোলনের আব্দুল মতিন বাদশা, স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা সাবেক দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ ও স্বতন্ত্র প্রার্থী জুনায়েদ।

সিলেট-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বর্তমান সংসদ সদস্য ইমরান আহমদ, জাতীয় পার্টির এম. ইসমাইল আলী আশিক ও ইসলামী আন্দোলনের মো. জিল্লুর রহমান।

সিলেট-৫ আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী সাবেক জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাব্বির আহমদ, স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা সাবেক সংসদ সদস্য ফরিদ উদ্দিন ও ফয়জুল মুনীর।

সিলেট-৬ আসনে বিএনপির ফয়ছল আহমদ চৌধুরী, বাংলাদেশ ইসলামী আন্দোলনের আজমল হোসেন ও জামায়াত নেতা স্বতন্ত্র প্রার্থী মাওলানা হাবিবুর রহমান।

বাংলাদেশ সময়: ০৮৪০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৮
এনইউ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।