ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

সংসদ নির্বাচন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচন নয়

স্পেশাল করেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৮
সংসদ নির্বাচন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচন নয়

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের নির্বাচন না করার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো কমিশনের এক চিঠিতে বলা হয়, পুনর্নির্ধারিত সময়সূচি অনুযায়ী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
 
জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ১৪ এর উপবিধি (৪)এ নিম্নরূপ বিধান রয়েছে-
 
‘কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী কোনো শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে পূর্বে সভাপতি বা সদস্য হিসেবে নির্বাচিত বা মনোনীত হইয়া থাকিলে বা তদন্তপূর্বক কোন মনোনয়ন প্রদত্ত হইয়া থাকিলে নির্বাচন-পূর্ব সময়ে বা তদ্বকর্তৃক মনোনীত ব্যক্তি উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের কোনো সভায় সভাপতিত্ব বা অংশগ্রহণ করিবেন না অথবা উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের কোনো কাজে জড়িত হইবেন না।


 
নির্বাচন কমিশনের চিঠিতে বলা হয়, এই আচরণ বিধি প্রতিপালনার্থে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের নির্বাচন না করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে।
 
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য গত ১৮ নভেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিবকে চিঠি পাঠানো হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৮
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।