ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ড. মোমেনের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ বিএনপির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৮
ড. মোমেনের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ বিএনপির অভিযোগের কপি

সিলেট: সিলেট-১ আসনের আওয়ামী নেতৃত্বাধীন মহাজোটের সম্ভাব্য প্রার্থী ড. এ. কে. আব্দুল মোমেনের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছে সিলেট মহানগর বিএনপি।

এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন মহানগর বিএনপির নেতারা।
 
শনিবার (২৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে নগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেকের নেতৃত্বে নেতাদের দেওয়া অভিযোগটি গ্রহণ করেন সিলেটের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ।


 
অভিযোগপত্রে বলা হয়েছে, সিলেট-১ আসনে আওয়ামী লীগ মনোনিত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ড. এ. কে. আব্দুল মোমেন শুক্রবার (২৩ নভেম্বর) বিকেল ৪টায় সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের কালারুকা বাজারে শীতবস্ত্র ও ঢেউটিন বিতরণ করেছেন।
 
এছাড়াও ব্যান্ড পার্টি বাজিয়ে তিনি ওই স্থানে মিছিল সহকারে যান এবং আগে থেকে বেআইনিভাবে এই ঢেউটিন বিতরণ অনুষ্ঠান সম্পর্কে প্রচারণা চালানো হয়।
 
এসব কার্যক্রম সিলেট-১ আসনের সম্ভাব্য প্রার্থীর প্রত্যক্ষ সহযোগিতায় ও উপস্থিতিতে সংগঠিত হয়েছে। যা নির্বাচন আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আহ্বান জানান তারা।
 
অভিযোগ দেওয়ার সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নগর বিএনপির সহ-সভাপতি মুফতি বদরুন নুর সায়েক, বাবু নিহার রঞ্জন দে, সাংগঠনিক সম্পাদক মুকুল আহমদ মোর্শেদ, সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিন, সাবেক ছাত্রনেতা কয়েস আহমদ ও রাজন আচার্য্য প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৮
এনইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।