আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ম্যাজিস্ট্রেটদের উদ্দেশ্যে রোববার (২৫ নভেম্বর) নির্বাচনী আচরণ বিধিমালা সংক্রান্ত ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
সিইসি কেএম নূরুল হুদা বলেন, নিরপেক্ষ দায়িত্ব পালনের ব্যাপারে আপনাদের দায়িত্ব হবে রাজনৈতিকভাবে সৎ।
‘কথায় আছে, হাকিম নড়ে কিন্তু হুকুম নড়ে না। এরকম যেন হুকুম হয়, যেটা নড়বে না কখনও। এই জিনিসগুলো আপনাদের দেখতে হবে। ’
কেএম নূরুল হুদা বলেন, ‘কঠোরভাবে যেটা দেখবেন, প্রিজাইডিং অফিসার যেন নিরাপদে থাকে। প্রিজাইডিং অফিসারের ওপর প্রচুর চাপ থাকে। তার ওপরে সব দায়িত্ব থাকে ওই এলাকার। তাদের সহযোগিতা করা আপনাদের দায়িত্ব, তাদের কখনও পরিচালনা করতে যাবেন না। তাহলে ভুল হয়ে যাবে। তারা যখন যে সহযোগিতা চাইবেন, সেটা করবেন। সহযোগিতা চাওয়ার পরিস্থিতি না থাকলে সেখানে আপনাদের বিবেক-বিবেচনার প্রয়োগ করবেন। '
নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রতি নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, 'একটা কথা বলা হয়ে থাকে- নির্বাচন আইনানুগ হতে হবে। এ কথাটা অবশ্যই ব্যাখার অবকাশ রাখে। আইনকে নিজস্ব পথে চলতে না দিলে নির্বাচন কখনও আইনানুগ হতে পারে না। সুতরাং যখনই আমরা বলবো, নির্বাচন আইনানুগ হতে হবে তখন এর সঙ্গে এও বলতে হবে, আইনকে তার নিজস্ব পথেই চলতে দিতে হবে। এটা করার দায়িত্ব কিন্তু আপনাদের। নিরপেক্ষভাবে আইনের প্রয়োগ না করলে সে আইন, আইন নয়, কালো আইন। '
নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেন, 'শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও সবার জন্য মান সুযোগ তৈরি করার জন্য আপনাদের নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্ব পালনের সময় অতি-উৎসাহী হবেন না। আবার নির্লিপ্তও থাকবেন না। '
নির্বাচন কমিশনার কবিতা খানম বলেন, 'আইন প্রয়োগের ক্ষেত্রে নির্বাচন কমিশন নির্বাহী ম্যাজিস্ট্রেটদের পাশে আছে। তবে পক্ষপাতমূলক আচরণ খাটো করে দেখবে না কমিশন। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও সেনাবাহিনী আপনাদের নির্দেশের অপেক্ষায় থাকবে। আপনারা তাদের যথা সময়ে নির্দেশনা দেবেন। '
এ সময় কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাৎ হোসেন চৌধুরী বলেন, 'আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যেন সুষ্ঠু অবাধ ও আইনানুগ করতে পারি, এ ক্ষেত্রে আপনাদের কর্মকাণ্ড একদম নিরপেক্ষ থাকতে হবে। কোনো রকম প্রতিহিংসার সুযোগ যাতে না থাকে। আপনাদের আদেশেই আইন-শৃঙ্খলা বাহিনী গুলি চালাবে। এ ক্ষেত্রে আপনাদের জুডিশিয়াল মাইন্ড প্রয়োগ করতে হবে। '
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ইসি সচিব হেলালুদ্দীন আহমদসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৮
ইইউডি/এমএ