ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ডিসি-এসপিদের রদবদল দাবি ২০ দলের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৮
ডিসি-এসপিদের রদবদল দাবি ২০ দলের সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন কর্নেল অলি

ঢাকা: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ডিসি-এসপিদের রদবদলের দাবি জানিয়েছে ২০ দলীয় জোট।

নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার রফিকুল ইসলামের সঙ্গে সাক্ষাতের পর জোট নেতা কর্নেল (অব.) অলি আহমদ এ দাবির জানান।

তিনি বলেন, আমরা ১৩টি দাবি করেছি।

নির্বাচন কমিশন বলেছে আপনাদের দাবিগুলো যৌক্তিক এবং সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়ক হবে।

কর্নেল অলি বলেন, যারা বিতর্কিত তাদের নির্বাচনী দায়িত্ব থেকে প্রত্যাহার এবং অন্যদের এক জেলা থেকে অন্য জেলায় বদলি করতে হবে।

এছাড়া যেসব মামলা অজ্ঞাতনামা আসামি রেখে দায়ের করা হয়েছে, সে মামলাগুলো ৩০ ডিসেম্বর পর্যন্ত সাসপেন্ড করতে বলেছি।

লিবারেল ডেমোক্রেটিক পার্টি প্রধান আরো বলেন, সেনাবাহিনীকে গ্রেফতারের ক্ষমতা দেওয়ার দাবি জানিয়েছে। কমিশন বলেছে সেনাবাহিনী দুষ্কৃতিকারী এবং অবৈধ অস্ত্রধারীদের গ্রেফতার করবে। পরবর্তী ব্যবস্থা পুলিশ নেবে।

সরকারি দলের পার্টি প্রধান ও সেক্রেটারিরা দু'জন করে অস্ত্রধারী এসবি সদস্য পাচ্ছেন। নিবন্ধিত সব দলের এই দুই পদধারীদের জন্য দু'জন এসবি সদস্য দেওয়ার দাবি করা হয়েছে বলে জানান তিনি।

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ জোটের অন্য নেতারাও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৮
ইইউডি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ