ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

সিলেটে ৬ আসনে ৬০ প্রার্থীর মনোনয়ন দাখিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩১ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
সিলেটে ৬ আসনে ৬০ প্রার্থীর মনোনয়ন দাখিল বুধবার মনোনয়নপত্র জমা দেন নুরুল ইসলাম নাহিদ

সিলেট: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সিলেটের ৬টি নির্বাচনী আসনে ৬০ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এর মধ্যে সিলেট-১ আসনে ১১ জন, সিলেট-২ আসনে ৯ জন, সিলেট-৩ আসনে ১৩ জন, সিলেট-৪ আসনে ৭ জন, সিলেট-৫ আসনে ১১ জন এবং সিলেট- ৬ আসনে ৯ প্রার্থী তাদের মনোনয়পত্র রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দাখিল করেন।  

সিলেট রিটার্নিং কর্মকতার কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

নির্বাচন কমিশন সূত্র জানায়, সিলেটের ৬টি আসনে মোট ৭৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮ 
এনইউ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।