ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

খাগড়াছড়িতে মনোনয়নপত্র জমা দিলেন যারা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১২ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
খাগড়াছড়িতে মনোনয়নপত্র জমা দিলেন যারা

খাগড়াছড়ি: খাগড়াছড়ির ২৯৮ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, গণফোরামের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এরমধ্যে, আওয়ামী লীগের মনোনীত একক প্রার্থী এবং বিএনপির মনোনীত তিনজন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এছাড়াও বেশ কয়েকজন প্রার্থী জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক শহিদুল ইসলামের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন।

সব মিলে মোট ১১জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

বুধবার (২৮ নভেম্বর) সকালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমান সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।  

এ সময় জেলা আওয়ামী লীগের উপদেষ্টা দোস্ত মোহাম্মদ চৌধুরী, নুরন্নবী চৌধুরী, সাবেক সংসদ সদস্য আলিম উল্লাহ, সিনিয়র সহ সভাপতি রণ বিক্রম ত্রিপুরা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরীসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

বিএনপির পক্ষে মনোনয়ন ফরম জমা দিয়েছেন তিনজন। তারা হলেন বিএনপির জাতীয় কমিটির সদস্য সমীরণ দেওয়ান, রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ভূইয়া।

অপরদিকে, খাগড়াছড়ির সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার পক্ষে ফরম জমা দেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল মালেক মিন্টু।  

এসময় জেলা বিএনপির সহ সভাপতি আবু ইউছুফ চৌধুরী, সহ-সভাপতি কংচাইরী মগ, সাংগঠনিক সম্পাদক এমএন আবছারসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

বিকেল ৩টায় বিএনপির হয়ে তৃতীয় মনোনয়ন ফরম জমা দেন কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও সমীরণ দেওয়ান। এর আগে নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে শহিদুল ইসলাম ভূইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন।
 
এদিকে, মনোনয়ন ফরম জমা দিয়েছেন সাবেক সংসদ সদস্য যতীন্দ্র লাল ত্রিপুরা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমির দত্ত চাকমা, জাতীয় পার্টির প্রার্থী দলের প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেঠ, ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল জব্বার গাজী, গণফোরামের খাগড়াছড়ির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মনোনয়ন ফরম জমা দেন।  

এছাড়া স্বতন্ত্র হিসেবে দুই প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসীত গ্রুপ) কেন্দ্রীয় সদস্য সচিব চাকমা ও নতুন কুমার চাকমা।
 
খাগড়াছড়ির রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম বলেন, শেষ দিনে ১১টি ফরম জমা পড়েছে। এরমধ্যে যতীন্দ্র লাল ত্রিপুরা ও সমির দত্ত চাকমা আওয়ামী লীগের হয়ে জমা দিলেও দলীয় প্রধানের স্বাক্ষরিত মনোনয়ন ফরমটি দিতে পারেননি। নতুন করে দলীয় মনোনয়ন সংযুক্ত করার আর সুযোগ নেই।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
এডি/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ