তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া আমাদের পবিত্র দায়িত্ব, আমরা তা পালনে বদ্ধপরিকর।
বুধবার (২৮ নভেম্বর) বিকেলে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
কে এম আলী আজম বলেন, আমরা শান্তিপূর্ণ, অবাধ নির্বাচন দেওয়ার জন্য যথাযথ ব্যবস্থা ইতোমধ্যে নেওয়া হয়েছে। কোনো ধরনের আচরণবিধি লঙ্ঘন হয়নি।
প্রশাসনকে সরকার নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ উঠেছে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রশাসন এখন ইসির অধীনে। ইসির হয়েই এখন রিটার্নিং কর্মকর্তারা কাজ করছে। বিকেল ৪টা পর্যন্ত মোট ৯২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে একটি অনলাইনে জমা পড়েছে।
অনেক জায়গায় বিক্ষিপ্ত আকারে প্রচারণা চলছে, পোস্টার আছে- এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমার অধীনে ১৫টি আসনে ১৫ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১৫টি দল নির্বাচনে আচরণবিধি মোকাবিলায় কাজ করছেন। আবার মিডিয়াও এক্ষেত্রে বড় ভূমিকা পালন করতে পারে, আমাদের জানালে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
ইএআর/এএ