শুক্রবার (৩০ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) বরাবর এ সংক্রান্ত চিঠি নির্বাচন ভবনে জমা দিয়েছেন তিনি।
চিঠিতে উল্লেখ করা হয়, কামরাঙ্গীরচর থানার ওসি শাহীন ফকির সরকার দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা করছেন।
ওসি শাহীনের পক্ষপাতিত্বের প্রমাণসহ সিডিও সংযুক্ত করে দেওয়া হয়েছে চিঠিতে।
গত ২৫ নভেম্বর (রোববার) বিএনপি অভিযোগ দেওয়ার পর ২৭ নভেম্বর নারায়ণগঞ্জের এসপিকে প্রত্যাহার করেন কমিশন। সুনির্দিষ্ট অভিযোগ থাকায় ওই এসপিক প্রত্যাহার করা হয়েছে বলে সাংবাদিকদের জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।
এর আগে ইসির নির্দেশে ২৬ নভেম্বর (সোমবার) যৌন হয়রানির অভিযোগে নাটোর জেলা প্রশাসক গোলামুর রহমানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এছাড়া মুন্সিগঞ্জের লৌহজং ও রংপুরের মিঠাপুকুর থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ দেয় নির্বাচন কমিশন।
আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র বাছাই হবে ২ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহার ৯ ডিসেম্বর।
বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৮
ইইউডি/জিপি