রোববার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং অফিসার ফয়েজ আহাম্মদ মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
তিনি বলেন, কেউ স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়ন নিলে তাকে তার নির্বাচনী এলাকার মোট ভোটারের ১ শতাংশের স্বাক্ষর লাগে।
জাতীয় পার্টি থেকে মনোনয়নের ফরম সংগ্রহ করেন হিরো আলম। তবে দলটির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তিনি।
গত ২৮ নভেম্বর বগুড়া-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নন্দীগ্রাম উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মোছা. শারমিন আখতারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন তিনি।
বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৮
আরআর