ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

মাহী বি চৌধুরীর মনোনয়নপত্র বৈধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৮
মাহী বি চৌধুরীর মনোনয়নপত্র বৈধ মাহী বি চৌধুরী। ফাইল ফটো

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জ-১ আসনে বিকল্প ধারার যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

রোববার (২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সায়লা ফারজানা এই আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন।  

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যাচাই-বাছাই শেষে মুন্সিগঞ্জ ১ (শ্রীনগর ও সিরাজদিখান) আসনের প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ও বাতিলের তালিকা প্রকাশ করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার জায়েদুল আলম, জেলা নির্বাচন কর্মকর্তা মো. আনিসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান প্রমুখ।

জেলার বাকি দু’টি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই চলছে।

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।