ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

আফরোজা আব্বাসের মনোনয়ন স্থগিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৮
আফরোজা আব্বাসের মনোনয়ন স্থগিত আফরোজা আব্বাস

ঢাকা: ঋণখেলাপির অভিযোগে ঢাকা-৯ আসনে বিএনপি প্রার্থী আফরোজা আব্বাসের মনোনয়ন স্থগিত করেছে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা কে এম আলী আজম। 

এ আসনে মোট ১০ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা পড়েছিলো। এর মধ্যে বাতিল হয়েছে দুইটি ও সাতটি বৈধ ঘোষণা করা হয়েছে।

মনোনয়নপত্র বাতিল হয়েছে স্বতন্ত্র প্রার্থী ফরিদ উদ্দীন ও শফিকুল আলী মুকুল পাহাড়ির। বৈধ করা হয়েছে আওয়ামী লীগের সাবের হোসেন চৌধুরী, ইসলামী আন্দোলনের মানিক মিয়া, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মাহফুজা আক্তার, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের শফিউল্লা চৌধুরী, বিএনপির হাবিবুর রশিদ ও মুসলীম লীগের আবদুল মোতালেবের।

কে এম আলী আজম জানান, ঋণখেলাপির অভিযোগে বিএনপি প্রার্থী আফরোজা আব্বাসের মনোনয়ন স্থগিত করা হয়েছে। ২ ঘণ্টা পর তার মনোনয়ন বিষয়ে সিদ্ধান্ত নেবে রিটার্নিং কর্মকর্তা। যদিও তার পক্ষে কোর্ট আদেশ তুলে ধরেছেন তার স্বামী মির্জা আব্বাস।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৮
ইএআর/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ