ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

গোলাম মাওলা রনির মনোনয়নপত্র বাতিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৮
গোলাম মাওলা রনির মনোনয়নপত্র বাতিল গোলাম মাওলা রনি। ফাইল ফটো

পটুয়াখালী: হলফনামায় স্বাক্ষর না থাকায় পটুয়াখালী-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মাওলা রনির মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা রিটার্নিং অফিসার। 

রোববার (২ ডিসেম্বর) বেলা ১২টায় পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেওয়া হয়।  

মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা আগামী তিনদিনের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন বলে জানিয়েছেন জেলা রিটার্নিং অফিসার মো. মতিউল ইসলাম চৌধুরী।

এছাড়া বিএনপি মনোনীত অপর প্রার্থী মো. শাহজাহান খান ঋণ খেলাপী হওয়ায় তার মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে। তবে বিএনপি থেকে মনোনীত আরেক প্রার্থী হাসান মামুনের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেছেন জেলা রিটার্নিং অফিসার।

পটুয়াখালী-৩ (গলাচিপা ও দশমিনা) আসনে বিএনপি থেকে মোট তিনজন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছিল। এ আসনে মোট সাতজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলেও তাদের মধ্যে রনি ও শাহজাহান  ছাড়া বাকি সবার মনোনয়নপত্র বৈধ বলে গৃহীত হয়েছে। এছাড়া পটুয়াখালী-১ আসনে ১২ জনের মধ্যে চারজন এবং পটুয়াখালী-২ আসন থেকে ১০ জনের মধ্যে তিনজনের মনোনয়পত্র বাতিল করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৮

এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।